টসে জিতে ব্যাটিং করার সিদ্ধান্ত নিল নিউজিল্যান্ড। শুরুতে ফিল্ডিং করবে। এর অর্থ ফের একবার রান তাড়া করে জয়ের চেষ্টা করতে হবে ভারতকে। ফের একবার ভারতীয় বোলারদের পরীক্ষা নেবে নিউজিল্যান্ডের ব্যাটসম্যানরা। কেন উইলিয়ামসন টসে জেতার পরেই বলে দিলেন, প্রথম ম্যাচের পরে এই পিচ তাঁদের কাছে অনেকটাই চেনা। পাটা পিচে তাই টসে জিতে ব্য়াটিং করতে দ্বিধা করলেন না। পাশাপাশি কিউয়ি অধিনায়ক বলছেন, জোরে হাওয়ার কারণে শিশির ততটা প্রভাব ফেলবে না। বিরাট কোহলিও জানালেন, টসে জিতলে তিনিই শুরুতে ব্যাটিং করার সিদ্ধান্ত নিতেন।
এদিকে, ভারত ও নিউজিল্যান্ড দু-দলই প্রথম একাদশ অপরিবর্তিত রাখছে। আগের ম্যাচে ভারতীয় বোলাররা প্রত্য়াশামতো পারফর্ম না করার পরে মনে করা হয়েছিল বোলিং বিভাগে পরিবর্তন আসতে চলেছে। মহম্মদ শামি অথবা শার্দুল ঠাকুরের মধ্যে কোনও একজনকে বসিয়ে নভদীপ সাইনিকে খেলানো হতে পারে, এমনটা জানানো হয়েছিল। তবে ভারত জানিয়ে দল প্রথম ম্যাচের একাদশই থাকছে দ্বিতীয় ম্যাচে।
আরও পড়ুন কোহলিকে তোপ রায়নার! কেরিয়ার নষ্টের জন্য সরাসরি দায়ী বিরাট
পন্থ আবারও বাদ থাকলেন। কোহলি আগেই বলে দিয়েছিলেন, লোকেশ রাহুলকে কিপিং করিয়ে মণীশ পাণ্ডেকে মিডল অর্ডারে খেলাবেন। সেই রণকৌশলই ভারত ধরে রাখল।
ভারত প্রথম একাদশ- রোহিত শর্মা, লোকেশ রাহুল, বিরাট কোহলি, শ্রেয়স আইয়ার, মণীশ পাণ্ডে, শিবম দুবে, রবীন্দ্র জাদেজা, যুজবেন্দ্র চাহাল, শার্দুল ঠাকুর, মহম্মদ শামি এবং জসপ্রীত বুমরা
নিউজিল্যান্ড প্রথম একাদশ- মার্টিন গুপ্টিল, কলিন মুনরো, কেন উইলিয়ামসন, কলিন ডে গ্র্যান্ডহোম, রস টেলর, টিম স্টেইফার্ট, মিচেল স্যান্টনার, টিম সাউদি, ইশ সোধি, ব্লেয়ার টিকনার এবং হামিশ বেনেট
আজকের বাজার/আরিফ