টসে জিতে ব্যাটিংয়ে বাংলাদেশ, ফিরছেন সৌম্য-মুমিনুল-রুবেল

এশিয়া কাপে বুধবার অলিখিত সেমিফাইনালে পাকিস্তানের বিপক্ষে টসে জিতে ব্যাট করার সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ।

টাইগারদের একাদশে তিনটি পরিবর্তন এসেছে। নাজমুল হোসেন শান্তর পরিবর্তে একাদশে ফিরেছেন সৌম্য সরকার।

অন্যদিকে ইনজুরির কারণে খেলছেন না সাকিব আল হাসান। তার পরিবর্তে ফিরেছেন মুমিনুল হক। এছাড়া স্পিনার নাজমুল ইসলাম অপুর পরিবর্তে খেলবেন পেসার রুবেল হোসেন।

বাংলাদেশ দল: লিটন কুমার দাস, সৌম্য সরকার, মুমিনুল হক, মুশফিকুর রহিম, মোহাম্মদ মিঠুন, মাহমুদউল্লাহ রিয়াদ, ইমরুল কায়েস, মেহেদি হাসান, মাশরাফি বিন মুর্তজা (অধিনায়ক), রুবেল হোসেন ও মোস্তাফিজুর রহমান।

পাকিস্তান একাদশ: ফখর জামান, ইমাম উল হক, সরফরাজ আহমেদ (অধিনায়ক), আসিফ আলী, শোয়েব মালিক, সাদাব খান, বাবর আজম, হাসান আলী, মোহাম্মদ নওয়াজ, জুনায়েদ খান ও শাহেন শাহ আফ্রিদি।

আজকের বাজার/এমএইচ