বিপিএলে প্রথম দুই ম্যাচে হেরে গেছে রংপুর রেঞ্জার্স। তৃতীয় ম্যাচে কুমিল্লা ওয়ারিয়ার্সের বিপক্ষে টস জিতে ব্যাট ব্যাট করছে তারা। এবারের বিশেষ আসর বঙ্গবন্ধু বিপিএলে দুই ম্যাচে খেলে একটিতে জিতেছে কুমিল্লা ওয়ারিয়র্স।
আর দুই ম্যাচের দুটিতেই হেরে পয়েন্ট টেবিলের তলানি থেকে দ্বিতীয় অবস্থানে রংপুর রেঞ্জার্স। কেবল সিলেট থান্ডার চার ম্যাচের সবকটিতে হেরে রংপুরের নিচে অবস্থান করছে। দল হিসেবে ভারসাম্যপূর্ণ হলেও রংপুর মাঠের লড়াইয়ে তা মেলে ধরতে পারেনি। এ ম্যাচে তাই জয়ের খোঁজে টস জিতে আগে ব্যাট করার সিদ্ধান্ত নিয়েছে রংপুর। ব্যাটিং সহায়ক উইকেট বড় স্কোর গড়ে প্রতিপক্ষকে চাপে ফেলতে চায় তারা।
রংপুর রেঞ্জার্স একাদশ : মোহাম্মদ শেহজাদ, নাঈম শেখ, মোহাম্মদ নবী, টম অ্যাবল, লুইস গ্রেগরি, আল-আমিন, জহুরুল ইসলাম, নাদিফ চৌধুরী, আরাফাত সানি, মুস্তাফিজুর রহমান ও মুকিদুল ইসলাম।
কুমিল্লা ওয়ারিয়র্স একাদশ : ইয়াসির আলি, ভানুকা রাজাপাকসে, সৌম্য সরকার, ডেভিড মালান, সাব্বির রহমান, দাসুন শানাকা, মাহিদুল ইসলাম, সানজামুল ইসলাম, আবু হায়দার রনি, মুজিব উর রহমান ও আল-আমিন হোসেন।
আজকের বাজার/আরিফ