বঙ্গবন্ধু বিপিএলের সিলেট পর্বের শেষ ম্যাচে মুখোমুখি সিলেট থান্ডার ও রাজশাহী রয়্যালস। সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে টস জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিয়েছেন সিলেটের অধিনায়ক আন্দ্রে ফ্লেচার।
বিপিএলের চলতি আসরে এখন পর্যন্ত ৯টি ম্যাচ খেলেছে রাজশাহী। ৬ জয়ে ১২ পয়েন্ট নিয়ে প্লে-অফে এক পা দিয়ে রেখেছে তারা।
অপরদিকে সিলেটের অবস্থা শোচনীয়। দশ ম্যাচের নয়টিতেই হারের মুখ দেখেছে তারা। পয়েন্ট টেবিলে আছে সবার নিচে। তাদের বিদায় এরইমেধ্যে নিশ্চিত।
দিনের প্রথম ম্যাচে খুলনা টাইগার্সকে হারিয়ে প্রথম দল হিসেবে প্লে অফ নিশ্চিত করেছে চট্টগ্রাম চ্যালেঞ্জার্স।
আজকের বাজার/আরিফ