টসে জিতে ভারতকে প্রথমে ব্যাটিংয়ে আমন্ত্রণ জানাল নিউজিল্যান্ড

পাঁচ ম্যাচের টি-২০ সিরিজের প্রথম দুই ম্যাচ জিতে ফুরুফুরে মেজাজে টিম ইন্ডিয়া। প্রথম দু’ম্যাচে যে মেজাজে ধরা দিয়েছে বিরাট কোহলির দলের, তাতে হ্যামিলটনে ম্যাচ জিতে ইতিহাস গড়ার হাতছানি তাঁদের সামনে। কিউয়ির দেশে এর আগে দু’বার টি-২০ সিরিজ বিপক্ষে গিয়েছিল ভারতীয় দলের। তাই স্বাভাবিকভাবেই হ্যামিলটনে জিতলেই কার্যসিদ্ধি হয়ে যাবে বিরাটের দলের। প্রথমবার নিউজিল্যান্ডের মাটিতে টি-২০ সিরিজ জিতবে ভারতীয় দল।

এমতাবস্থায় হ্যামিলটনে যদিও টসভাগ্য সঙ্গ দিল না ভারত অধিনায়ক বিরাট কোহলির। টসে জিতে ভারতকে প্রথমে ব্যাটিংয়ে আমন্ত্রণ জানাল নিউজিল্যান্ড। অপরিবর্তিত একাদশ নিয়েই সিরিজের তৃতীয় টি-২০ ম্যাচে মাঠে নামছে ভারতীয় দল। অন্যদিকে সিরিজে কামব্যাকের লক্ষ্যে কিউয়ি শিবিরে একটিমাত্র পরিবর্তন। ব্লেয়ার টিকনারের পরিবর্তে একাদশে ফিরলেন স্কট কুগেলিন। গ্রিন টপ উইকেটে নতুন বলে বিপক্ষকে বেকায়দায় ফেলাই লক্ষ্য নিউজিল্যান্ডের।

আজকের বাজার/লুৎফর রহমান