ঘরের মাঠ সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে কুমিল্লা ওয়ারিয়র্সের মুখোমুখি হচ্ছে সবার আগে টুর্নামেন্ট থেকে ছিটকে পড়া সিলেট থান্ডার। টস জিতে ফিল্ডিং নিয়েছে স্বাগতিকরা।
৮ ম্যাচে ৩ জয়ে ৬ পয়েন্ট নিয়ে কুমিল্লার তবু শেষ চারের আশা বেঁচে রয়েছে। সিলেটের সেটিও নেই। সমান ম্যাচে যে তারা জয় পেরেছে মাত্র ১টিতে। তাই ঘরের মাঠে খেলা হলেও খুব একটা উচ্ছ্বাস নেই সিলেট সমর্থকদের।
প্লে-অফের দৌঁড়ে বেশ ভালোভাবেই আছে কুমিল্লা। তবে দৌঁড়ে টিকে থাকতে হলে জয় পেতে হবে কুমিল্লাকে।
এদিকে, সিলেট পর্বের প্রথম ম্যাচে রংপুর রেঞ্জার্সকে ৩০ রানে হারিয়েছে ছন্দে থাকা রাজশাহী রয়্যালস। ৯ খেলায় ৬ জয় ও ৩ হারে ১২ পয়েন্ট নিয়ে রান রেটে এগিয়ে থেকে শীর্ষে উঠলো রাজশাহী। সমান পয়েন্ট চট্টগ্রাম চ্যালেঞ্জার্সেরও। কিন্তু রান রেটে পিছিয়ে দ্বিতীয় স্থানে রয়েছে চট্টগ্রাম। সমান ১০ পয়েন্ট নিয়ে পরের দু’টি স্থানে খুলনা টাইগার্স ও ঢাকা প্লাটুন।
আজকের বাজার/আরিফ