অকল্যান্ডে টি-টুয়েন্টি ম্যাচের মধ্য দিয়ে ভারতের দেড় মাসের নিউজিল্যান্ড সফর শুরু। পাঁচ ম্যাচ সিরিজের প্রথম টি-টুয়েন্টিতে টস জিতে ফিল্ডিং নিলেন কোহলি।
চোটের কারণে ধাওয়ান ছিটকে গেছে পুরো সফর থেকে। যে কারণে ওপেনিংয়ে রোহিত শর্মার সঙ্গে নামবেন লোকেশ রাহুল। তবে স্পিন অপশনে কুলদীপ যাদব জায়গা হারিয়েছেন, তার বদলে একাদশে আছেন লেগ স্পিনার যুজবেন্দ্র চাহাল। এ দিকে, তিন বছর পর কিউই দলে ফেরা হামিশ বেনেটের টি-টুয়েন্টি অভিষেক হচ্ছে এ ম্যাচে। চোট কাটিয়ে দলের নেতৃত্ব দিচ্ছেন কেন উইলিয়ামসন।
ভারত একাদশ : রোহিত শর্মা, লোকেশ রাহুল, বিরাট কোহলি, শ্রেয়াস আইয়ার, মণীশ পান্ডে, শিভম দুবে, রবীন্দ্র জাদেজা, শার্দুল ঠাকুর, যুজবেন্দ্র চাহাল, মোহাম্মদ শামি ও জাসপ্রীত বুমরাহ।
নিউজিল্যান্ড একাদশ : মার্টিন গাপটিল, কলিন মুনরো, কেন উইলিয়ামসন, রস টেইলর, টিম সেইফার্ট, কলিন ডি গ্র্যান্ডহোম, মিচেল স্যান্টনার, টিম সাউদি, ইশ সোধি, ব্লেয়ার টিকনার ও হামিশ বেনেট।
আজকের বাজার/আরিফ