টসে হেরে ব্যাটিংয়ে রংপুর

একদিন বিরতি দিয়ে সাপ্তাহিক ছুটির দিনে (শুক্রবার-২০ ডিসেম্বর) বঙ্গবন্ধু বিপিএলে দুটি ম্যাচ অনুষ্ঠিত হচ্ছে। চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে দিনের প্রথম ম্যাচ অনুষ্ঠিত হবে দুপুর ২টায়। যেখানে খুলনা টাইগার্সের মোকাবিলা করবে রংপুর রেঞ্জার্স।

এরই মধ্যে টস পর্ব শেষে হয়েছে, যেখানে টস জিতে রংপুরকে ব্যাটিংয়ে পাঠিয়েছে খুলনা। ম্যাচটি সরাসরি দেখা যাবে গাজী টিভি ও মাছরাঙায়।

দুদলের মধ্যে জয়-পরাজয়ের দিক থেকে অনেক এগিয়ে খুলনা। এখন পর্যন্ত ২ ম্যাচে দুটিতেই জিতেছে মুশফিকুর রহীমের দল। বিপরীতে তিন ম্যাচে মাঠে নেমে একবারও জয়ের মুখ দেখেনি রংপুর। আজকের ম্যাচটি হবে পয়েন্ট টেবিলের দুই এবং সাতের লড়াই।

নিজেদের সবশেষ ম্যাচে খুলনা রাজশাহীকে ৫ উইকেট হারিয়েছে যেখানে কুমিল্লার কাছে রংপুর হেরেছে ৬ উইকেটে! তবে জয়ের জন্য মরিয়া রংপুর আজ খুলনাকে হারাতেই চাইবে কেননা আজ হেরে বসলে আসরে টিকে থাকা মুশকিল হয়ে পড়বে নবী-নাঈমদের।

রংপুরের একাদশ : মোহাম্মাদ শেহজাদ, মোহাম্মাদ নাঈম, লিউস গ্রেগরি, মোহাম্মাদ নবী, ক্যামেরন ডেলপোর্ট, নাদিফ চৌধুরী, ফজলে মাহমুদ, আরাফত সানি, তাসকিন আহমেদ,মুস্তাফিজুর রহমান ও মুকিদুল ইসলাম।

খুলনার একাদশ : নাজমুল হোসেন শান্ত, রহমতউল্লাহ গুরবাজ, রাইলি রুশো, মুশফিকুর রহীম, শামসুর রহমান, রবি ফ্রাইলিংক, মেহেদী হাসান, শহিদুল ইসলাম, শফিউল ইসলাম, মোহাম্মদ আমির ও রবিউল হোক।

আজকের বাজার/আরিফ