দুই দিন বিরতি পর আজ আবার শুরু হয়েছে বঙ্গবন্ধু বাংলাদেশ প্রিমিয়ার লিগের মাঠের লড়াই। মিরপুরের প্রথম পর্বের লড়াই শেষে এবার সাগরিকায় চার-ছক্কার ঝড় তুলছেন ক্রিকেটাররা। চট্টগ্রাম পর্বের প্রথম ম্যাচে মুখোমুখি হয়েছে খুলনা টাইগার্স এবং রাজশাহী রয়্যালস। টস জিতে রাজশাহীকে ব্যাটিংয়ের আমন্ত্রণ জানিয়েছে খুলনার অধিনায়ক মুশফিকুর রহীম।
মঙ্গলবার (১৭ ডিসেম্বর) বন্দরনগরী চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে বেলা দেড়টায় মুখোমুখি হয় দল দুইটি। খেলাটি সরাসরি সম্প্রচার করছে গাজী টিভি ও মাছরাঙা।
চলতি আসরে এখন পর্যন্ত দুদলই অপরাজিত! ঢাকা পর্বে রাজশাহী দুই ম্যাচে দুটিতেই জিতেছে; এদিকে এক ম্যাচ খেলে চট্টগ্রামকে ৮ উইকেটে হারিয়েছে খুলনা। ফলে দুদলের আজকের ম্যাচটি হবে বেশ জমজমাট!
আজকের বাজার/আরিফ