ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে তিন ম্যাচ সিরিজের প্রথম টি-২০তে টস জিতে প্রথমে ব্যাট করার সিদ্ধান্ত নিয়েছে স্বাগতিক বাংলাদেশ। সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে দুপুর সাড়ে ১২টায় শুরু হয় ম্যাচটি।
টি-২০ সিরিজের আগে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে দুই ম্যাচের টেস্ট সিরিজ ২-০ ও তিন ম্যাচের ওয়ানডে সিরিজ ২-১ ব্যবধানে জিতেছিলো বাংলাদেশ।
বাংলাদেশ একাদশ : সাকিব আল হাসান (অধিনায়ক), মাহমুদুল্লাহ রিয়াদ (সহ-অধিনায়ক), তামিম ইকবাল, লিটন কুমার দাস, সৌম্য সরকার, মুশফিকুর রহিম (উইকেটরক্ষক), আরিফুল হক, মোহাম্মদ সাইফউদ্দিন, মেহেদি হাসান মিরাজ, আবু হায়দার রনি ও মুস্তাফিজুর রহমান।
ওয়েস্ট ইন্ডিজ একাদশ : কার্লোস ব্র্যাথওয়েট(অধিনায়ক), এভিন লুইস, শাই হোপ, ড্যারেন ব্রাভো, শিমরোন হেটমায়ার, নিকোলাস পুরান (উইকেটরক্ষক), রোভম্যান পাওয়েল, ফ্যাবিয়ান এ্যালেন, কিমো পল, শেলডন কট্রেল ও ওশানে টমাস।
আজকের বাজার/এমএইচ