টস জিতে ফিল্ডিংয়ে খুলনা টাইটান্স

চলতি বিপিএলের দ্বিতীয় দিনের দ্বিতীয় ম্যাচে টস জিতে ফিল্ডিয়ে নিয়েছে খুলনা টাইটান্স। ফলে ব্যাটিংয়ে নেমেছে প্রতিপক্ষ ঢাকা ডাইনামইটসের দুই ওপেনার কুমার সাঙ্গাকারা এবং এভিন লুইস। নিজেদের প্রথম ম্যাচে সিলেটের কাছে হারের পর এবার খুলনার বিপক্ষে সাকিবের নেতৃত্বাধীন ঢাকা ডাইনামাইটস কি করে তা দেখার জন্য অপেক্ষা করছে দর্শকরা।

খুলনা টাইটান্স একাদশ: চ্যাডউইক ওয়ালটন (উইকেট রক্ষক), রিলি রুশো, নাজমুল হোসেন শান্ত, মাহমুদউল্লাহ রিয়াদ (অধিনায়ক), কালোর্স বাফেট, জফরা আর্চার, আরিফুল হক, অকিলা ডানান্যা, মোশাররফ হোসেন, শরিফুল ইসলাম, আবু জায়েদ।

ঢাকা ডাইনামাইটস একাদশ: এভিন লুইস, কুমার সাঙ্গাকারা(উইকেট রক্ষক), মোসাদ্দেক হোসেন, সাকিব আল হাসান(অধিনায়ক), কিয়েরন পোলার্ড, জহুরুল ইসলাম, ক্যামেরন ডেলপোর্ট, আবু হায়দার রনি, মোহাম্মদ রশিদ, সুনিল নারিন, খালেদ আহমেদ।
সুত্র: অর্থসূচক
আজকের বাজার: সালি / ০৫ নভেম্বর ২০১৭