ত্রিদেশীয় সিরিজের প্রথম ম্যাচে টস জিতে আগে ফিল্ডিং করার সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ। সোমবার বেলা ১২টায় রাজধানীর মিরপুরের শের–ই–বাংলা জাতীয় স্টেডিয়ামে ম্যাচটি শুরু হয়েছে।
ওই ত্রিদেশীয় সিরিজ দিয়ে নতুন বছরে প্রথম মাঠে নামছে বাংলাদেশ দল। টুর্নামেন্টের অপর দল শ্রীলংকা।
সিরিজের প্রথম ম্যাচে তিন পেসার ও এক বিশেষজ্ঞ স্পিনার নিয়ে মাঠে নামছে টাইগাররা। এই ম্যাচে জিম্বাবুয়ের পক্ষে ওয়ানডেতে অভিষেক হচ্ছে ব্র্যান্ডন মাভুবার।
বাংলাদেশ দল: তামিম ইকবাল, এনামুল হক, সাকিব আল হাসান, মাহমুদুল্লাহ, মুশফিকুর রহিম (উইকেটরক্ষক), নাসির হোসেন, সাব্বির রহমান, মাশরাফি বিন মুর্তজা (অধিনায়ক), রুবেল হোসেন, সানজামুল ইসলাম ও মোস্তাফিজুর রহমান।
জিম্বাবুয়ে দল: হ্যামিলটন মাসাকাদজা, সলোমন মিরে, পিজে মুর (উইকেটরক্ষক), ক্রেইগ আরভিন, সিকান্দার রাজা, তেন্দাই চিসোরো, তেন্দাই চাতারা, গ্রায়েম ক্রেমার (অধিনায়ক), কাইল জার্ভিস, ক্রিস এমপফু, ব্র্যান্ডন মাভুতা।
আজকের বাজার:১৫জানুয়ারি ২০১৮