পাঁচবারের বিশ্ব চ্যাম্পিয়ন অস্ট্রেলিয়ার বিপক্ষে টসে জয় লাভ করে ফিল্ডিং করছে একবারের চ্যাম্পিয়ন পাকিস্তান।
বুধবার টন্টনে বাংলাদেশ সময় বিকাল সাড়ে ৩টায় ম্যাচটি শুরু হয়।
দু’দলের একাদশেই এসেছে পরিবর্তন এবং দু’টি দলই পেস আক্রমনকে গুরুত্ব দিয়েছেন। পাকিস্তানের স্পিনার শাদাব খানের বদলে দলে এসেছেন শাহীন আফ্রিদি।
অপরদিকে অস্ট্রেলিয়া দলে ফিরেছেন কেন রিচার্ডসন ও শন মার্শ। বাদ পড়েছেন ভারতের বিপক্ষের ম্যাচে চোট পাওয়ায় স্টয়নিস ও ভালো পারফর্ম করতে না পারা স্পিনার জাম্পা।
বিশ্বকাপে আগে সংযুক্ত আরব আমিরাতে অস্ট্রেলিয়ার সাথে খেলা সর্বশেষ সিরিজে হোয়াইট ওয়াশ হলেও চলতি বিশ্বকাপের ফেভারিট ইংল্যান্ডকে হারিয়ে চনমনে রয়েছে পাকিস্তান। অপরদিকে ভারতের সাথে হেরে কিছুটা পিছিয়ে পড়েছে অস্ট্রেলিয়া।
পাকিস্তান একাদশ:ইমাম-উল-হক, ফখর জামান, বাবর আজম, মোহাম্মদ হাফিজ, সরফরাজ আহমেদ (অধিনায়ক ও উইকেটরক্ষক),শোয়েব মালিক, আসিফ আলী, শাহিন আফ্রিদী, হাসান আলী, ওয়াহাব রিয়াজ ও মোহাম্মদ আমির।
অস্ট্রেলিয়া একাদশ: ডেভিড ওয়ার্নার, অ্যারন ফিঞ্চ (অধিনায়ক), শন মার্শ,স্টিভেন স্মিথ, উসমান খাজা, গ্লেন ম্যাক্সওয়েল, অ্যালেক্স ক্যারি (উইকেটরক্ষক), প্যাট কামিন্স, মিচেল স্টার্ক, নাথান কোল্টার-নাইল ও কেন রিচার্ডসন।
আজকের বাজার/এমএইচ