চ্যাম্পিয়ন্স ট্রফির প্রথম সেমিফাইনালে টসে জিতে ইংল্যান্ডের বিপক্ষে বোলিংয়ের সিদ্ধান্ত নিয়েছে পাকিস্তান। তবে পাকিস্তানের জন্য দুঃসংবাদ হচ্ছে ইনজুরির জন্য মোহাম্মদ আমির খেলতে পারছেন না।
গত ম্যাচে বল হাতে ৩৬টি বল ডট দেয়া আমিরের না থাকাটা পাকিস্তানের জন্য বড় এক ধাক্কা। তার জায়গায় দলে সুযোগ পেয়েছেন রুম্মান রইস। এছাড়া গত ম্যাচে খেলা ফাহিম আশরাফের জায়ড়ায় ফিরছেন লেগস্পিনার শাদাব খান। এদিকে ক্রমাগত ব্যর্থ হতে থাকা ইংলিশ ওপেনার জেসন রয়ের জায়গায় দলে ফিরছেন জনি বেয়ারস্টো।
ইংল্যান্ড: অ্যালেক্স হেলস, জনি বেয়ারস্টো, জো রুট, ইওন মর্গ্যান, বেন স্টোকস, জস বাটলার, মঈন আলি, আদিল রশিদ, লিয়াম প্লাঙ্কেট, মার্ক উড, জ্যাক বল।
পাকিস্তান: আজহার আলি, ফাখার জামান, বাবর আজম, মোহাম্মদ হাফিজ, শোয়েব মালিক, সরফরাজ আহমেদ, ইমাদ ওয়াসিম, রুম্মান রইস, শাদাব খান, হাসান আলি, জুনাইদ খান।
আজকের বাজার: আরআর/ ১৪ জুন ২০১৭