জিম্বাবুয়েকে ‘ক্লিন সুইপ’ করার লক্ষ্য নিয়ে আজ টি-টোয়েন্টি সিরিজের শেষ ম্যাচ খেলতে নামছে বাংলাদেশ। এ ম্যাচে টস জিতে আগে বোলিং করার সিদ্ধান্তের কথা জানিয়েছেন, টাইগার অধিনায়ক মাহমুদউল্লাহ রিয়াদ।
আজ বুধবার সন্ধ্যা ছয়টায় মিরপুর শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে শুরু হওয়া এ ম্যাচে জিতলেই ইতিহাস হবে টাইগারদের। টানা তিনটি সিরিজে হোয়াইটওয়াশ হবে জিম্বাবুয়ে। এর আগে একমাত্র টেস্ট ও তিন ম্যাচের ওয়ানডে সিরিজে ৩-০ ব্যবধানে সফরকারীদের মগজধোলাই করে টাইগাররা। ২০১৮ সালে ওয়েস্ট ইন্ডিজকে তিন সংস্করণের সিরিজে হারানোর সুযোগ পেয়েও তা হাতছাড়া করে বাংলাদেশ দল। সেবার ক্যারিবীয়দের টেস্টে হোয়াইটওয়াশ করার পর ওয়ানডে সিরিজে হারায় টাইগাররা। তবে টি-টোয়েন্টি সিরিজে ২-১ ব্যবধানে জিতে যায় ক্যারিবিয়রা।
সেবার একই প্রতিপক্ষের বিপক্ষে টানা তিনটি ট্রফি জয়ের সুযোগ হারানো বাংলাদেশের সামনে আজ আরও একটি সুযোগ।
আজকের বাজার/এ.এ