দক্ষিণ আফ্রিকার বিপক্ষে দুই ম্যাচ টেস্ট সিরিজের প্রথম টেস্টে টস জিতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ। দক্ষিণ আফ্রিকার পচেফস্ট্রমের সেনওয়েস পার্ক স্টেডিয়ামে বৃহস্পতিবার টস জিতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নিয়েছে অধিনায়ক মুশফিকুর রহিম। বাংলাদেশ সময় দুপুর ২ টায় ম্যাচটি শুরু হয়েছে।
প্রোটিয়াদের দুই ব্যাটসম্যান ডিন এলগার ও এইডেন মারক্রাম ওপেনিংয়ে নেমেছেন। বাংলাদেশ-দক্ষিণ আফ্রিকা টেস্ট সিরিজটি সরাসরি সম্প্রচার করছে গাজী টিভি, সনিসিক্স এইচডি ও স্কাইস্পোর্টস।
৯ বছর পর এই প্রথম দক্ষিণ আফ্রিকার মাটিতে টেস্ট খেলতে নেমেছে টাইগাররা। ২০০২ সালে প্রথম দক্ষিণ আফ্রিকা সফর করেছিল বাংলাদেশ।
টেস্টে এরআগে মোট চার বার অ্যাওয়ে ম্যাচে দক্ষিণ আফ্রিকার মুখোমুখি হয়েছে বাংলাদেশ। চার টেস্টেই ইনিংস ব্যবধানে হেরেছে টাইগাররা।
২০০৮ সালে দক্ষিণ আফ্রিকা সফর করা দলে ছিলেন তামিম, মুশফিক ও ইমরুল। মানে দক্ষিণ আফ্রিকার মাটিতে বেশিরভাগ বাংলাদেশি খেলোয়াড়েরই আজই অভিষেক হয়েছে।
২০০২ এর পর ২০০৮ সালেও খুব বাজেভাবে হেরেছিল টাইগাররা। তবে সেবারের তুলনায় এখন অনেক শক্তিশালী দল বাংলাদেশ। তারপরেও স্বাগতিকরা বাংলাদেশের চেয়ে অনেকটাই এগিয়ে।বলতে গেলে কঠিন পরীক্ষায় বাংলাদেশি ব্যাটসম্যানরা। পচেফস্ট্রুমের পিচ দক্ষিণ আফ্রিকার শক্তিশালী ফাস্ট বোলারদের জন্য সহায়ক হবে বলে মনে করা হচ্ছে।
শীর্ষ অলরাউন্ডার সাকিব আল হাসানের অনুপুস্থিতিতে বাংলাদেশ দলের ব্যাটিং লাইনআপ নির্ভর করবে দলের সবচেয়ে অভিজ্ঞ দুই তারকা অধিনায়ক মুশফিকুর রহিম এবং তামিম ইকবারের ওপর।
বাংলাদেশ একাদশ :তামিম ইকবাল, ইমরুল কায়েস, মুমিনুল হক, মাহমুদুল্লাহ রিয়াদ, মুশফিকুর রহীম, সাব্বির রহমান, লিটন দাস, মেহেদী হাসান মিরাজ, তাসকিন আহমেদ, মুস্তাফিজুর রহমান ও শফিউল ইসলাম।
দক্ষিণ আফ্রিকা একাদশ : ডিন এলগার, এইডেন মার্করাম, হাশিম আমলা, টেম্বা বাভুমা, ফাফ ডু প্লেসিস, কুইন্টন ডি কক, আন্দেলো ফেহলুকাও, কেশভ মহারাজ, কাগিসো রাবাদা, মরনে মরকেল, ডুয়ান অলিভার।
আজকের বাজার : এলকে/এলকে ২৮ সেপ্টেম্বর ২০১৭