বঙ্গবন্ধু বিপিএলের দ্বিতীয় ম্যাচে টস জিতে চট্টগ্রাম চ্যালেঞ্জার্সকে ব্যাটিংয়ে আমন্ত্রণ জানিয়েছে রংপুর রেঞ্জার্স।
মৌসুমে টানা চার ম্যাচ হেরে প্রথম জয়ের স্বপ্ন দেখছে রংপুরের দলটি। আজ রংপুরের নেতৃত্বে আছেন টম অ্যাবেল।
আগের দিন খুলনার বিপক্ষে ৮ উইকেটে হেরে যায় রংপুর। হারের পর রংপুরের ফজলে বলেন, আসলে হার কেন হচ্ছে, এর উত্তর তো আমরাও খুঁজছি যে এমন কেন? চেষ্টা করছি এই হারের বৃত্ত থেকে বের হওয়ার। দুর্ভাগ্যজনকভাবে হচ্ছে না। দেখি ইনশাল্লাহ সামনের ম্যাচগুলোতে জয়ের জন্য সর্বাত্মক চেষ্টা করবো।
টিম কম্বিনেশনটা ঠিক-ঠাক হচ্ছে না বলেই হারের বৃত্ত থেকে বের হতে পারছেন না বলে মনে করেন ফজলে, মনে হচ্ছে টিম কম্বিনেশনটা ভালোভাবে হচ্ছে না আমাদের। আমাদের বিদেশীদের সাথে আমরা যদি ভালো সমর্থন দিতে পারি। সেই সঙ্গে আমাদের বোলাররাও একটুও ছন্দে নেই। তাই একটা ভালো দিনের অপেক্ষায় আছি আমরা। অবশ্যই দেশি খেলোয়াড়রা আমরা তেমন কিছুই করতে পারছি না। আমার মনে হয়, দেশি-বিদেশি মিলিয়ে যে কম্বিনেশনটা দরকার সেটা হচ্ছে না।
চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরি স্টেডিয়ামে সন্ধ্যা ৬টা ৩০ মিনিটে শুরু হবে ম্যাচটি। সরাসরি দেখা যাবে মাছরাঙা ও জিটিভিতে।
আজকের বাজার/আরিফ