টস জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত মাহমুদুল্লাহর

মিরপুরে শ্রীলঙ্কার বিপক্ষে দুই ম্যাচ সিরিজের প্রথম টি-২০তে টস জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ।

প্রায় দুই বছর পর আন্তর্জাতিক টি-টোয়েন্টি ফিরছে মিরপুর শেরে বাংলা স্টেডিয়ামে। থাকার কথা উৎসবের আমেজ। কিন্তু হোম অব ক্রিকেট বড়ই নিরাসক্ত। ওয়ানডের পর টেস্ট সিরিজ হারে, একটা গুমোট ভাব পুরো দলে।

তারওপর, ইনজুরির কারণে মুশফিক-তামিমের মত সিনিয়র ক্রিকেটারদের না খেলার শঙ্কা। সঙ্গে দলে নতুনের আবাহন। অভিষেকের অপেক্ষায় অন্তত ৪ জন। টুকরো টুকরো আচর মিলে ক্যানভাসে যে ছবিটা দাড় করাচ্ছে, তা খুব একটা সুখকর না।

দুই দলই তাদের স্কোয়াডে টি-২০ স্পেশালিষ্ট খেলোয়াড়দের প্রাধান্য দিয়েছে। বাংলাদেশের হয়ে অভিষেকের অপেক্ষায় আছেন বেশ কয়েকজন তরুণ ক্রিকেটার।

বাংলাদেশ অধিনায়ক মাহমুদুল্লাহ রিয়াদ ভরসা রাখছেন নতুনদের ওপর। সিরিজটিকে টি-টোয়েন্টি ফরম্যাটে নিজেদের প্রতিষ্ঠিত করার ম্যাচ হিসেবে দেখছেন তিনি। অন্যদিকে ধারাবাহিকতা ধরে রেখে, টি-টোয়েন্টিতেও জয়ের লক্ষ্য লঙ্কানদের।

আজকের বাজার : আরএম/১৫ ফেব্রুয়ারি ২০১