টস জিতে ব্যাটিংয়ে আফগানিস্তান

ইংল্যান্ড এন্ড ওয়েলসে চলা আইসিসি ক্রিকেট বিশ্বকাপের তৃতীয় দিনে প্রথম ও টুর্নামেন্টের চতুর্থ ম্যাচে অস্ট্রেলিযার বিপক্ষে টস জিতে আগে ব্যাটিং করার সিদ্ধান্ত নিয়েছেন আফগানিস্তান অধিনায়ক গুলবাদিন নাইব।

কার্ডিফের এ ম্যাচ দিয়েই নিজেদের বিশ্বকাপ মিশন শুরু করছে দুই দল।

আফগানিস্তান: মোহাম্মদ শেহজাদ(উইকেটরক্ষণক), হযরতউল্লা জাজাই, রহমত শাহ, হাশমতউল্লাহ শাহিদে, নজিবউল্লাহ জাদরান, মোহাম্মদ নবী, গুলবাদিন নাইব(অধিনায়ক), রশিদ খান, মুজিব উর রহমান, হামিদ হাসান, দৌলত জাদরান।

অস্ট্রেলিয়া: এ্যারন ফিঞ্চ(অধিনায়ক), ডেভিড ওয়ার্নার, উসমান খাজা, স্টিভ স্মিথ, গ্লেন ম্যাকগ্রা, মার্কাস স্টয়নিস, এ্যালেক্স ক্যারি(উইকেটরক্ষক), প্যাট কামিন্স, নাথান কালটার নাইল, মিচেল স্টার্ক, এডাম জাম্পা।

আজকের বাজার/এমএইচ