বিপিএলের চলতি আসরের প্রথম রাউন্ডে নিজেদের শেষ ম্যাচে কুমিল্লা ভিক্টোরিয়ান্সের মুখোমুখি হয়েছে খুলনা টাইটানস। ঢাকার শেরে বাংলা স্টেডিয়ামে টস জিতে প্রথমে ব্যাটিংয়ে নেমেছে মাহমুদউল্লাহর দল খুলনা। ব্যাট হাতে ক্রিজে যোগ দিয়েছেন খুলনার দুই ওপেনার নাজমুল হোসেন শান্ত এবং মাইকেল ক্লিঙ্গার।
১০ ম্যাচে ৮ জয় নিয়ে সবার আগে প্লে-অফ নিশ্চিত করেছে কুমিল্লা ভিক্টোরিয়ান্স। আর ১১ ম্যাচে ৬ জয় নিয়ে পয়েন্ট টেবিলের তৃতীয় অবস্থানের দল খুলনা টাইটানসও ইতোমধেই প্লে-অফ নিশ্চিত করেছে। নিজেদের শেষ ম্যাচে কি করে খুলনা সেটা দেখার জন্যই হয়তো মাহমুদউল্লাহ ভক্তরা প্রহর গুনছেন।
খুলনা টাইটানস একাদশ: নাজমুল হোসেন শান্ত, মাইকেল ক্লিঙ্গার, মাহমুদউল্লাহ রিয়াদ (অধিনায়ক), নিকোলাস পুরান (উইকেট রক্ষক), কার্লোস বাফেট, আরিফুল হক, বেনি ওয়েল, মোহাম্মদ ইরফান, মোশারফ হোসেন, আবু জায়েদ।
কুমিল্লা ভিক্টোরিয়ান্স একাদশ: তামিম ইকবাল (অধিনায়ক), সোলমান মির, ইমরুল কায়েস, জোস বাটলার (উইকেট রক্ষক), রাকিবুল হাসান, শোয়েব মালিক, মার্লন স্যামুয়েলস, গ্রায়েম ক্রিমার, মেহেদি হাসান, মেহেদি হাসান রানা, আল আমিন হোসেন।
আজকের বাজার: আরআর/ ০৫ ডিসেম্বর ২০১৭