জিম্বাবুয়ের বিপক্ষে তিন ম্যাচ ওয়ানডে সিরিজের প্রথম ম্যাচে টস জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ।
রোববার (২১ অক্টোবর) হোম অব বাংলাদেশ ক্রিকেট মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে দিবা-রাত্রির ম্যাচটিতে বাংলাদেশের হয়ে অভিষেক হয়েছে ফজলে মাহমুদ রাব্বির।
বাংলাদেশ একাদশ: লিটন দাস, ইমরুল কায়েস, মুশফিকুর রহিম, মোহাম্মাদ মিথুন, মাহমুদউল্লাহ রিয়াদ, ফজলে মাহমুদ, মেহেদী হাসান মিরাজ, মাশরাফি, সাইফ উদ্দিন, নাজমুল ইসলাম ও মুস্তাফিজুর রহমান।
জিম্বাবুয়ে একাদশ: হ্যামিল্টন মাসাকাদজা, চেপহ্যাজ জুয়াও, ক্রেইগ আরভিন, ব্রেন্ডন টেইলর, শন উইলিয়ামস, সিকান্দার রাজা, পিটার মুর, ডোনাল্ড তিরিপানো, ব্রান্ডন মাভুতা, কাইল জার্ভিস ও টেন্ডাই চাতারা
আজকের বাজার/এমএইচ