দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে প্রথম টেস্টে টস জিতে প্রথমে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিল টিম ইন্ডিয়া। বিশাখাপত্তনমের ঘাসহীন ব্যাটিং সহায়ক উইকেটে টস জিতে বিকল্প কোনও সিদ্ধান্ত গ্রহণ করার অবকাশই ছিল না ভারত অধিনায়ক বিরাট কোহলির জন্য।
টস জিতে কোহলির ব্যাটিংয়ের সিদ্ধান্তকে পূর্ণ মর্যাদা দিয়ে এদিন প্রথম সেশনে প্রোটিয়া বোলারদের দেখেশুনে খেলা শুরু করেন দুই ভারতীয় ওপেনার ময়াঙ্ক আগরওয়াল ও রোহিত শর্মা। কাগিসো রাবাদা কিংবা ফিল্যান্ডার কেউই বিশেষ ভয়ঙ্কর হয়ে ওঠার সুযোগ পাননি দুই ভারতীয় ওপেনারের সামনে। প্রতিবেদন লেখা পর্যন্ত প্রথম সেশনে ভারতের রান ৩০ ওভারে বিনা উইকেটে ৯১। ময়াঙ্ক অপরাজিত ৩৯ রানে। ৫টি চার ও ২টি ছক্কার সাহায্যে রোহিত শর্মা অপরাজিত ৫২রানে।
ভারতীয় দল: রোহিত শর্মা, ময়াঙ্ক আগরওয়াল, চেতেশ্বর পূজারা, বিরাট কোহলি (অধিনায়ক), আজিঙ্কা রাহানে, হনুমা বিহারী, ঋদ্ধিমান সাহা (উইকেটরক্ষক), রবীন্দ্র জাদেজা, রবিচন্দ্রন অশ্বিন, ইশান্ত শর্মা ও মোহাম্মদ শামি।
আজকের বাজার/লুৎফর রহমান