মিরপুর শেরে বাংলা স্টেডিয়ামে শ্রীলঙ্কার বিপক্ষে নিজেদের দ্বিতীয় ম্যাচে টস জিতে আগে ব্যাটিং করবে বাংলাদেশ। শ্রীলঙ্কার অধিনায়ক ম্যাথুজ ইনজুরির কারণে ছিটকে গেছেন। নেতৃত্ব দিবেন দিনেশ চান্দিমাল।
এর আগে বাংলাদেশ প্রথম ম্যাচে জিম্বাবুয়ের বিপক্ষে ৮ উইকেটে জয় পায়। শ্রীলঙ্কা আবার নিজেদের প্রথম ম্যাচে ওই জিম্বাবুয়ের বিপক্ষে ১২ রানে হেরে যায়।
বাংলাদেশের পরবর্তী ম্যাচ জিম্বাবুয়ের বিপক্ষে আগামী ২৩ জানুয়ারি। শেষ ম্যাচ লঙ্কানদের বিপক্ষে, ২৫ জানুয়ারি। পরে ফাইনাল হবে ২৭ জানুয়ারি। সবগুলো ম্যাচ হবে মিরপুরে। প্রত্যেক দল একে-অপরের বিপক্ষে দুইবার করে মুখোমুখি হবে।
বাংলাদেশ একাদশ: তামিম ইকবাল, এনামুল হক বিজয়, সাকিব আল হাসান, মুশফিকুর রহীম, মাহমুদউল্লাহ রিয়াদ, সাব্বির রহমান, নাসির হোসেন, মাশরাফী বিন মোর্ত্তজা (অধিনায়ক), মোস্তাফিজুর রহমান, রুবেল হোসেন, সানজামুল, সাইফউদ্দিন, আবুল হোসেন রাজু।