ত্রিদেশীয় টি-টোয়েন্টি সিরিজের তৃতীয় ও নিজেদের দ্বিতীয় ম্যাচে আজ শক্তিশালী আফগানিস্তানের মুখোমুখি হবে আত্মবিশ্বাসী বাংলাদেশ। মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে সন্ধ্যা সাড়ে ছয়টায় শুরু হবে ম্যাচটি।
আজকের গুরুত্বপূর্ণ ম্যাচে টস জিতে বাংলাদেশকে ফিল্ডিংয়ের আমন্ত্রণ জানান আফগান অধিনায়ক রশিদ খান। নিজেরা ব্যাট করার সিদ্ধান্ত নিয়েছেন।
নিজেদের প্রথম ম্যাচে জিম্বাবুয়ের বিপক্ষে ৩ উইকেটের জয় দিয়ে আত্মবিশ্বাস নিয়ে আজ আফগানদের বিপক্ষে খেলতে নামবে টাইগাররা।
সাদা পোশাকের চেয়ে রঙিন পোশাকে আফগান স্পিনাররা বেশি ভয়ঙ্কর। বাংলাদেশ ও আফগানিস্তানের পরিসংখ্যান দেখলে স্পষ্ট দেখা যায় দুই দলের চার মুখোমুখি লড়াইয়ে আফগানিস্তান এগিয়ে ৩-১ ব্যবধানে।
জিম্বাবুয়েকে হারিয়ে হারের বৃত্ত ভাঙা সাকিবরা আফগানিস্তানের বিপক্ষে ঘুরে দাঁড়ানোর ব্যাপারে আশাবাদী। গত ম্যাচের জয় দলকে মানসিক ভাবে চাঙ্গা করেছে।
তবে বাংলাদেশের দুশ্চিন্তা টপঅর্ডারের ব্যাটিং। এই পজিশনে গত কিছুদিন ধরে সাফল্য নেই। আগের ম্যাচে সৌম্য, লিটন, সাকিব, মুশফিক, মাহমুদউল্লাহরা ব্যর্থ। সেই ব্যর্থতা দলের ওপরও প্রভাব ফেলছে।
এদিকে আফগান উইকেটকিপার ব্যাটসম্যান রাহমানুল্লাহ গুরবাজ নিজেদের পারফরম্যান্স নিয়ে খুব মনোযোগী। বাংলাদেশকে নিয়ে না ভেবে, কিভাবে নিজেদের পারফরম্যান্সে উন্নতি করা যায় সেদিকেই লক্ষ্য তার।
আফগানিস্তান: হযরতউল্লাহ জাজাই, রহমতউল্লাহ গুরবাজ, নাজিব তারাকি, আসগর আফগান, মোহাম্মদ নবি, নজিবুল্লাহ জাদরান, গুলবাদিন নাইব, রশিদ খান, করিম জানাত, ফরিদ আহমেদ, মুজিব উর রহমান।
বাংলাদেশ: লিটন কুমার দাস, সৌম্য সরকার, সাকিব আল হাসান, মুশফিকুর রহিম, মাহমুদউল্লাহ রিয়াদ, সাব্বির রহমান রুম্মন, আফিফ হোসেন, মোসাদ্দেক হোসেন সৈকত, মোহাম্মদ সাইফউদ্দিন, তাইজুল ইসলাম ও মোস্তাফিজুর রহমান।
আজকের বাজার/এমএইচ