পাঁচ ম্যাচ সিরিজের তৃতীয় টি-টোয়েন্টিতে চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরি স্টেডিয়ামে জিম্বাবুে য়র বিপক্ষে টস হেরে প্রথমে ব্যাটিং করবে স্বাগতিক বাংলাদেশ। প্রথম দুই ম্যাচে টস জিতে আগে ফিল্ডিং করে যথাক্রমে ৮ ও ৬ উইকেটে ম্যাচ জিতেছিলো টাইগাররা।
তৃতীয় ম্যাচের একাদশে দু’টি পরিবর্তন এনেছে বাংলাদেশ। শরিফুল ইসলাম ও মাহেদি হাসানের পরিবর্তে একাদশে সুযোগ পেয়েছেন তানজিম হাসান ও তানভীর ইসলাম।
বাংলাদেশের মত একাদশে দু’টি পরিবর্তন এনেছে জিম্বাবুয়েও। রিচার্ড এনগারাভা ও এন্সলি এনদলোভুর জায়গায় নেওয়া হয়েছেওয়েলিংটন মাসাকাদজা ও ফারাজ করিমকে।
সব মিলিয়ে এখন পর্যন্ত ২২টি টি-টোয়েন্টিতে মুখোমুখি হয়েছে বাংলাদেশ ও জিম্বাবুয়ে। এরমধ্যে বাংলাদেশের জয় ১৫টিতে এবং জিম্বাবুয়ের জয় ৭ ম্যাচে।
বাংলাদেশ একাদশ : নাজমুল হোসেন (অধিনায়ক), লিটন দাস, তানজিদ হাসান, তওহিদ হৃদয়, মাহমুদুল্লাহ রিয়াদ, জাকের আলি, রিশাদ হোসেন, তাসকিন আহমেদ, তানজিম হাসান, তানভীর ইসলাম ও মোহাম্মদ সাইফুদ্দিন।
জিম্বাবুয়ে একাদশ : সিকান্দার রাজা (অধিনায়ক), ক্রেগ আরভিন, জয়লর্ড গাম্বি, জোনাথন ক্যাম্পবেল, ব্রায়ান বেনেট, ক্লাইভ মানদ ান্দে (উইকেটরক্ষক), লুক জঙ্গি, রায়ান বার্ল, ব্লেসিং মুজারাবানি, ওয়েলিংটন মাসাকাদজা ও ফারাজ করিম। (বাসস)