শ্রীলঙ্কার বিপক্ষে টসে হেরে ফিল্ডিংয়ে নেমেছে টাইগাররা। এর আগের ম্যাচে শ্রীলঙ্কার বিপক্ষে ১০ উইকেটে হারে বাংলাদেশ। তবে আজকের ম্যাচে বড় স্কোরে জয়ের আশা টাইগারদের।
জয়ের লক্ষ্যে আজ ফাইনালে বড় রকমের পরিবর্তন এসেছে বাংলাদেশ স্কোয়াডে। তামিমের সঙ্গে ওপেনিংয়ে ব্যাট করবে মোহাম্মদ মিঠুন।
সেই সঙ্গে বেলিংয়েও আনা হয়েছে পরিবর্তন। নাসির হোসেনের জায়গায় দলে ফিরছেন অফ স্পিনার মেহেদি হাসান মিরাজ। একই সঙ্গে আবুল হাসান রাজুর পরিবর্তে খেলানো হবে সাইফউদ্দিনকে।
ফাইনালে বাংলাদেশের একাদশ: তামিম ইকবাল, মোহাম্মদ মিঠুন, সাকিব আল হাসান, মুশফিকুর রহীম, মাহমুদউল্লাহ রিয়াদ, সাব্বির রহমান, মেহেদী হাসান মিরাজ, মাশরাফি বিন মর্তুজা (অধিনায়ক), সাইফউদ্দিন, রুবেল হোসেন ও মোস্তাফিজুর রহমান।
আজকের বাজার:এসএস/২৭জানুয়ারি ২০১৮