চট্টগ্রামে একমাত্র টেস্টে মুখোমুখি বাংলাদেশ ও আফগানিস্তান। এতে টস হেরে ফিল্ডিং পেয়েছে বাংলাদেশ। ফলে টেস্ট অধিনায়কত্বের অভিষেকে টস ভাগ্য পাশে পেলেন রশিদ খান। আফগানিস্তান অধিনায়ক বেছে নিলেন ব্যাটিং। চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে ম্যাচ শুরু সকাল দশটায়।
এবারের চট্রগ্রাম টেস্টে কোনো বিশেষজ্ঞ পেসার ছাড়াই একাদশ সাজিয়েছে বাংলাদেশ। সাকিব আল হাসানসহ স্পিনার রয়েছেন চারজন। অতিরিক্ত ব্যাটসম্যান হিসেবে খেলছেন মোসাদ্দেক হোসেন।
বাংলাদেশ স্কোয়াড
সৌম্য সরকার, সাদমান ইসলাম, মুমিনুল হক, মুশফিকুর রহিম, সাকিব আল হাসান, মাহমুদউল্লাহ, লিটন দাস, মোসাদ্দেক হোসেন, মেহেদী হাসান মিরাজ, তাইজুল ইসলাম, নাঈম হাসান।
আফগানিস্তান স্কোয়াড
রশিদ খান (অধিনায়ক), ইহসানউল্লাহ জানাত, ইব্রাহিম জাদরান, রহমত শাহ, হাশমতউল্লাহ শহিদি, আসগর আফগান, মোহাম্মদ নবী, আফসার জাজাই, ইকরাম আলি খিল, ইয়ামিন আহমাদজাই, জহির খান ও কাইস আহমেদ।
আজকের বাজার/এমএইচ