এশিয়া কাপে বৃহস্পতিবার বাংলাদেশের বিপক্ষে টস জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিয়েছে আফগানিস্তান। ফলে বল হাতে মাঠে নামতে হচ্ছে মাশরাফিদের।
আজকের ম্যাচে বাংলাদেশের হয়ে অভিষেক হতে যাচ্ছে আবু হায়দার রনি ও নাজমুল হোসেন শান্তর। অন্যদিকে বিশ্রাম দেয়া হয়েছে উইকেটরক্ষক ব্যাটসম্যান ও আগের ম্যাচে দুর্দান্ত সেঞ্চুরি করা মুশফিকুর রহিম ও পেসার মুস্তাফিজুর রহমানকে।
এছাড়া প্রায় সাড়ে তিন বছর পর ওডিআই একাদশে জায়গা পেয়েছেন মুমিনুল হক।
বাংলাদেশ একাদশ: মাশরাফি বিন মুর্তজা (অধিনায়ক), লিটন দাস, মুমিনুল হক, মোহাম্মদ মিথুন, সাকিব আল হাসান, মাহমুদউল্লাহ রিয়াদ, মেহেদী হাসান মিরাজ, মোসাদ্দেক হোসেন, নাজমুল হোসেন শান্ত, রুবেল হোসেন ও আবু হায়দার রনি।
আফগানিস্তান একাদশ: মোহাম্মদ শাহজাদ, ইহসানুল্লাহ, রহমত শাহ, আসগার আফগান, হাসমতউল্লাহ শাহীদি, মোহাম্মদ নবী, শামিউল্লাহ সিনওয়ারি, গুলবাদিন নায়েব, রশিদ খান, আফতাব আলম এবং মুজিব উর রহমান।
আজকের বাজার/এমএইচ