তামিমের সেঞ্চুরি,বড় সংগ্রহের পথে বাংলাদেশ

বিশ্বকাপের পরই মর্যাদাকর টুর্নামেন্ট আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফির অষ্টম আসরের প্রথম ম্যাচে ইংল্যান্ডের বিপক্ষে বাংলাদেশের সংগ্রহ ৩৯ ওভারে ২ উইকেট হারিয়ে ২১৪ রান। ক্রিজে আছেন ওপেনার তামিম ইকবাল (১০০) এবং মুশফিকুর রহিম(৬২)।।

লন্ডনের কেনিংটন ওভালে টস নামক ভাগ্য পরীক্ষায় জিতেছেন ইংল্যান্ড অধিনায়ক ইয়ন মরগান। প্রথমে তিনি ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নিয়েছেন। মাশরাফি বিন মর্তুজার বাংলাদেশকে পাঠিয়েছেন ব্যাটিংয়ে।

বাংলাদেশ স্কোয়াড : তামিম ইকবাল, সৌম্য সরকার, ইমরুল কায়েস সাব্বির রহমান, মুশফিকুর রহীম, সাকিব আল হাসান, মাহমুদউল্লাহ রিয়াদ, মোসাদ্দেক হোসেন সৈকত, মাশরাফি বিন মর্তুজা, মোস্তাফিজুর রহমান, রুবেল হোসেন।

ইংল্যান্ড স্কোয়াড : ইয়োন মরগান (অধিনায়ক), মইন আলী, জনি বেয়ারস্টো, জ্যাক বল, স্যাম বিলিংস, জস বাটলার, এ্যালেক্স হেলস, লিয়াম প্লানকেট, আদিল রশিদ, জো রুট, জেসন রয়, বেন স্টোকস, ডেভিড উইলি, ক্রিস ওকস, মার্ক উড।

আজকের বাজার:এলকে/এলকে/ ১ জুন ২০১৭