মাহমুদউল্লাহ রিয়াদের ছক্কায় বাংলাদেশ নিদাহাস ট্রফির ফাইনালে ওঠার পর কলম্বোর প্রেমাদাসা স্টেডিয়ামে টাইগারদের ড্রেসিংরুমের গ্লাস ভাঙচুরের ঘটনা ঘটেছে। তবে কে বা কারা এ ঘটনা ঘটিয়েছে তা খুঁজে বের করতে স্টেডিয়ামের গ্রাউন্ডস কর্মীদের ভিডিও ফুটেজ দেখার অনুরোধ করা হয়েছে।
শুক্রবার রাতে বাংলাদেশ ও শ্রীলঙ্কার মধ্যকার ম্যাচ শেষে এক প্রতিবেদনে এ তথ্য করে ক্রিকেটের জনপ্রিয় ওয়েবসাইট ক্রিকবাজ।
প্রতিবেদনে বলা হয়, বাংলাদেশর শ্বাসরুদ্ধকর জয়ের পরে ড্রেসিংরুমের একটি দরজা ভেঙে ফেলা হয়েছে। এর পরপরই গ্রাউন্ডস কর্মীরা লঙ্কান ক্রিকেট বোর্ডের বিষয়টি জানালে বোর্ড কর্তৃপক্ষ খতিয়ে দেখতে বলে জানায়, আজ শনিবার দুপুর ১২টার মধ্যে তাদের এ মর্মে চুড়ান্ত প্রতিবেদন দাখিল করতে হবে।
নিদাহাস ট্রফির অঘোষিত সেমিফাইনালে শেষ ওভারে জয়ের জন্য বাংলাদেশের দরকার ছিলো ১২ রান। নাটকীয়তার মধ্য দিয়ে ১ বল বাকি থাবতে ছয় মেরে জয় তুলে দলকে টুর্নামেন্টের ফাইনালে নিয়ে যান মাহমুদউল্লাহ রিয়াদ।
আজকেরবাজার/এস