টাইগারদের নতুন কোচ স্টিভ রোডসের আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু হচ্ছে আজ। ক্রিকেট বিশ্বে তিনি খুব বেশি পরিচিত না হলেও তাকে নিয়ে খুব আশাবাদী বিসিবি।
বুধবার (২০ জুন) দুপুরে ওয়েস্ট ইন্ডিজ সফরের জন্য প্রস্তুতি পর্বে দলের সাথে থাকবেন তিনি। অংশ নেবেন সংবাদ সম্মেলনও।
এর আগে সোমবার রাতে টাইগারদের দায়িত্ব নিতে ঢাকায় পা রাখেন ৫৪ বছর বয়সী সাবেক এই ইংলিশ উইকেট কিপার-ব্যাটসম্যান। পরের দিন মঙ্গলবার ঘুরে দেখেন মিরপুরের হোম অব গ্রাউন্ড। পরিচিত হন ক্রিকেট সংশ্লিষ্টদের সাথে।
২০১৬ সালে রোডস ইংল্যান্ড জাতীয় দলের জাতীয় দলের স্টাফ হিসেবে দায়িত্ব পালন করেন। এছাড়া রোডস বর্তমানে উস্টারশায়ারের পরিচালক (ক্রিকেট) হিসেবেও দায়িত্ব পালন করেছেন। এর আগে ইংলিশ কাউন্টি দলটির কোচ হিসেবেও কাছ করেছেন তিনি।
রাসেল/