যুক্তরাষ্ট্রের ফ্লোরিডায় বৃষ্টি আইনে ১৯ রানে ক্যারিবীয়দের হারিয়ে ২-১ ব্যবধানে টি-টোয়েন্টি সিরিজ নিজেদের করে নিয়েছে টাইগাররা। এদিকে সিরিজ জেতায় টাইগারদের অভিনন্দন জানিয়েছেন রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
সোমবার (৬ আগস্ট) রাষ্ট্রপতির প্রেস সচিব জয়নাল আবেদীন ও প্রধানমন্ত্রীর উপ প্রেস সচিব আশরাফুল আলম খোকন এ তথ্য জানিয়েছেন।
এ নিয়ে দ্বিতীয়বারের মতো বিদেশের মাটিতে টি-টোয়েন্টি সিরিজ জিতল বাংলাদেশ। এর আগে ২০১২ সালে আয়ারল্যান্ডেই আইরিশদের ৩ ম্যাচ টি-টোয়েন্টি সিরিজে ধবলধোলাই করে টাইগাররা।
১৮৫ রানের টার্গেটে ব্যাট করতে নেমে সূচনাটা ভালো হয়নি ওয়েস্ট ইন্ডিজের। গত ম্যাচে বাংলাদেশকে দারুণ ভুগিয়েছিলেন আন্দ্রে ফ্লেচার। তবে তাকে আজ সেই সুযোগ দেননি মোস্তাফিজুর রহমান।শুরুতেই এ ওপেনারকে সাজঘরে ফেরত পাঠান কাটার মাস্টার।
খানিক পরে আরেক ওপেনার চ্যাডউইক ওয়ালটনকে (১৯) আউট করেন সৌম্য। আর ষষ্ঠ ওভারে মারলন স্যামুয়েলসকে বোল্ড করে সাকিব ফেরালে চাপে পড়ে ক্যারিবীয়রা।
সেই চাপের মধ্যে বুক চিতিয়ে লড়তে থাকেন রোভম্যান পাওয়েল ও দিনেশ রামদিন। ধীরে ধীরে বাংলাদেশকে চোখ রাঙাতে থাকে এ জুটি। তবে তাতে বাদ সাধেন রুবেল হোসেন। দলীয় ৭৭ রানে দারুণ এক ডেলিভেরিতে দিনেশ রামদিনকে (২১) বোল্ড করে ফেরান তিনি। কিছুক্ষণ পর রোভম্যান পাওয়েলকে (২৩) মোস্তাফিজ ফেরালে বিপর্যয়ে পড়ে ওয়েস্ট ইন্ডিজ। পরে কার্লোস ব্র্যাথওয়েটকে নিয়ে বিপর্যয় কাটিয়ে ওঠার চেষ্টা করেন আন্দ্রে রাসেল। তবে তাকে যোগ্য সঙ্গ দিতে পারেননি অধিনায়ক। আবু হায়দার রনির শিকার হয়ে সাজঘরের পথ ধরেন ব্র্যাথওয়েট।
একের পর এক উইকেট পড়লেও টিকে থাকেন আন্দ্রে রাসেল।রীতিমতো টাইগার বোলারদের ওপর স্টিম রোলার চালাতে থাকেন তিনি।এতে হেরে যাওয়ার শঙ্কা দেখা দেয়। তবে সোমবার ফ্লোরিডার লডারহিলে টসে জিতে আগে ব্যাট করার সিদ্ধান্ত নেয় বাংলাদেশ। উড়ন্ত সূচনা এনে দেন তামিম ও লিটন। ১৩ বলে ২১ রানের ঝড়ো ইনিংস খেলে ফেরেন তামিম।
আজকের বাজার/এমএইচ