ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ২-১ ব্যবধানে সিরিজ জেতায় বাংলাদেশ ক্রিকেট দলকে অভিনন্দন জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
রোববার (২৯ জুলাই) প্রধানমন্ত্রী প্রেস উইং থেকে এ কথা জানানো হয়।
প্রসঙ্গত, ওয়েস্ট ইন্ডিজ সিরিজে মাশরাফির হাত ধরে প্রথম ওয়ানডেতে জয় পায় লাল-সবুজের জার্সিধারীরা। দ্বিতীয় ওয়ানডেতে ও জয়ের কাছে গিয়ে তরী ডুবে টাইগারদের। চার রানে না হারলে ওই ম্যাচেই সিরিজ নিশ্চিত হতো বাংলাদেশের।
শেষ পর্যন্ত ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে তিন ম্যাচ ওয়ানডে সিরিজের শেষ ম্যাচে টাইগাররা জয় পেয়েছে ১৮ রানে। এই জয়ের ফলে টাইগাররা ২-১ ব্যবধানে সিরিজ জিতে নিল।
বিদেশের মাটিতে দীর্ঘ নয় বছর পর সিরিজ জয়ের অবসান ঘটল মাশরাফি বাহিনীর।
আরএম/