ওয়েস্ট ইন্ডিজকে ১৮ রানে হারিয়ে ২-১ ব্যবধানে সিরিজ ঘরে তুললো সফরকারীরা, আর ক্যারিবীয় দ্বীপে এই জয় নিয়ে দ্বিতীয়বার সিরিজ জিতল বাংলাদেশ। এছাড়া, এই নিয়ে ৯ বছর পর ওয়েস্ট ইন্ডিজের মাটিতে সিরিজ জিতল তারা।
অঘোষিত ফাইনালে সেন্ট কিটসের ওয়ার্নার পার্কে তামিমের রেকর্ড সেঞ্চুরি (১০৩) ও মাহমুদউল্লাহর দুর্দান্ত ফিফটিতে (৬৭) ক্যারিবীয়দের ৩০২ রানের টার্গেট দেয় বাংলাদেশ। জবাবে ২৮৩ রান তুলতে সক্ষম হয় স্বাগতিকরা। তাদের হয়ে গেইল ৭৩ ও রোভম্যান অপরাজিত ৭৪ রানের ইনিংস খেলেন। শেষ পর্যন্ত ১৮ রানের জয়ে সিরিজ জেতার আনন্দে মাঠ ছাড়ে ম্যাশ বাহিনী।
এর আগে ২০০৯ সালে ওয়েস্ট ইন্ডিজের মাটিতে ৩ ম্যাচ ওয়ানডে সিরিজে তাদেরই ধোলাই করে বাংলাদেশ। অবশ্য বোর্ডের সঙ্গে দ্বন্দ্বে সেই সিরিজে ছিলেন না ক্যারিবীয়দের মূল ক্রিকেটাররা। এবারো সেই সুযোগ পেয়েছিল টাইগাররা। প্রথম ম্যাচে ৪৮ রানের দাপুটে জয়ের পর দ্বিতীয় ওয়ানডেতেও একই হাতছানি ছিল। তবে নাটকীয়ভাবে ৩ রানে হেরে যাওয়ায় তা হলো না।