টাইগারদের সিরিজ বাঁচানোর মিশন কাল

সিরিজের দ্বিতীয় ও শেষ টি-টোয়েন্টিতে কাল শ্রীলঙ্কার বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশ। টানা ব্যর্থতার আক্ষেপ ঘোচাতে, জয়ের লক্ষ্য নিয়ে খেলবে বাংলাদেশের। সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে ম্যাচ শুরু হবে বিকেল পাঁচটায়।

ট্রাইনেশন ও টেস্ট সিরিজ ব্যর্থতার পর শেষটা ভালো করার লক্ষ্য অধিনায়ক মাহমুদুল্লাহর। আর প্রথম অ্যাসাইনমেন্টে শতভাগ সফলতা নিয়েই দেশে ফিরতে চায় শ্রীলঙ্কা। নতুন ভেন্যুতে পুরোনো সব ভুলে নতুন ভাবে শুরু করতে চায় টাইগাররা।

একথাগুলোই শীষ্যদের বুঝিয়ে দিচ্ছিলেন টাইগার সহকারী কোচ রিচার্ড হ্যালসল। উইকেট যেমন অচেনা লঙ্কানদের জন্য তেমনি টাইগারদেরও।

দলে একটু পরিবর্তন হবে। জাকিরের জায়গায় ওপেনিংয়ে তামিমের ফেরার সম্ভাবনা আছে। ট্রাইনেশনের শুরুতে বাংলাদেশের কাছে হেরেছিলো শ্রীলঙ্কা, এরপর শুধুই সাফল্য পেয়েছে হাথুরুর দল।

সকালে অনুশীলন করেছে শ্রীলঙ্কা। আনুষ্ঠানিক সংবাদ সম্মেলনে জয় দিয়ে সফর শেষ করার আশাবাদ জানান লঙ্কান কোচ চান্ডিকা হাথুরুসিংহা।

আজকের বাজার : আরএম/১৭ ফেব্রুয়ারি ২০১৮