মাহমুদউল্লাহ রিয়াদের বীরত্বে অঘোষিত ‘সেমিফাইনালে’ শ্রীলংকাকে দুই উইকেটে হারিয়ে নিদাহাস ট্রফির ফাইনালে উঠেছে বাংলাদেশ। নাটকীয় এ জয়ের পর বাঁধভাঙা উল্লাসে মাতবেন টাইগার সমর্থকরা-এটাই তো স্বাভাবিক।
তবে আনন্দ-উল্লাস করতে গিয়েই কিনা হামলার শিকার হলেন তারা। ম্যাচ শেষে বাংলাদেশি সমর্থকদের লাঞ্ছিত করেছেন লংকান দর্শকরা।
তাও নিরাপত্তাকর্মীর সামনে। টাইগার সমর্থকদের অভিযোগ, পুলিশের সামনে তাদের মারধর করেছে স্থানীয় দর্শকরা। শারিরীকভাবে হেনস্তার পাশাপাশি নানাভাবে বাজে আচরণও করেছে তারা। নিরাপত্তাকর্মীরা তাতে বিন্দুমাত্র বাধা দেননি।
বাংলাদেশি সমর্থকদের দাবি, এ ঘটনায় পুলিশের সাহায্য চাইলেও পাননি তারা। এমনকি কান্নায় ভেঙে পড়লেও এগিয়ে আসেনি শ্রীলংকা ক্রিকেটের (এসএলসি) কেউ।
আজকের বাজার/আরজেড