বৃহস্পতিবার, ২৩ জানুয়ারী ২০২৫
টাইফুন ম্যাংখুত আঘাত হানার আশংকায় চীনে ৪শ’ ফ্লাইট বাতিল
প্রকাশিত - সেপ্টেম্বর ১৬, ২০১৮ ৩:৪৬ পিএম
টাইফুন ম্যাংখুত আঘাত হানার আশংকায় চীনের দক্ষিণাঞ্চলীয় হাইনান প্রদেশে রোববার সকালে দুইটি বিমানবন্দরে চারশ’রও বেশি ফ্লাইট বাতিল করা হয়েছে। এছাড়া উপকূলীয় এলাকার সকল রিসোর্ট ও স্কুল বন্ধ করে দেয়া হয়েছে।
চীনে চলতি বছরের শক্তিশালী টাইফুন ম্যাংখুত দক্ষিণাঞ্চলীয় গুয়াংডং প্রদেশে রোববার বিকেলে বা সন্ধ্যায় আঘাত হানতে পারে। জাতীয় আবহাওয়া কেন্দ্র একথা জানিয়েছে।
হেইকো ও সানিয়া বিমানবন্দর থেকে ফ্লাইট বাতিলের আগাম খবর যাত্রীদের জানিয়ে দেয়া হয়েছে। ফলে বিমানবন্দরে কোনো যাত্রী আটকা পড়েনি।
এছাড়া হাইনানের প্রাদেশিক পর্যটন বিভাগ উপকূলীয় এলাকার সকল স্কুল ও ব্যবসা প্রতিষ্ঠান রোববাব ও সোমবার সকাল পর্যন্ত বন্ধ রাখার ঘোষণা দিয়েছে। তথ্য-বাসস।
আজকের বাজার/এমএইচ
Copyright © 2025 আজকের বাজার. All rights reserved.