সৌদি আরবে মাদ্রিদ ডার্বি জিতল রিয়াল মাদ্রিদ। টাইব্রেকারে অ্যাটলেটিকো মাদ্রিদকে হারিয়ে স্প্যানিশ সুপার কাপ জিতে নিল জিদানের দল। মেগা ফাইনালে ১২০ মিনিট গোলশূন্য থাকার পর টাইব্রেকারে পেনাল্টি সেভ করে বাজিমাত করেন রিয়াল গোলকিপার কুর্তোয়া।
রবিবার মেগা ফাইনালে নির্ধারিত সময়ে গোলশূন্য থাকার পর ম্যাচ গড়ায় এক্সট্রা টাইমে। ইনজুরি টাইমে গোল করার মতো জায়গায় চলে এসেছিলেন আলভারো মোরাতা। সামনে শুধু গোলকিপার থাকা অবস্থায় পেছন থেকে অ্যাটলেটিকো স্ট্রাইকারকে ফাউল করে লালকার্ড দেখেন রিয়ালের ফ্রেডরিকো। গোলশূন্য অবস্থায় ম্যাচ গড়ায় টাইব্রেকারে। নিগুয়েজের শট পোস্টে লাগে।
থমাসের শট সেভ করেন কুর্তোয়া। মাথা ঠান্ডা রেখে গোল করে রিয়ালকে প্রথম ট্রফি এনে দেন র্যামোস। টাইব্রেকারে অ্যাটলেটিকোকে ৪-১ ব্যবধানে হারিয়ে স্প্যানিশ সুপার কাপ জিতে নিল রিয়াল মাদ্রিদ। রিয়াল কোচ হিসাবে ফাইনালে জেতার ট্র্যাকরেকর্ড অব্যাহত রাখলেন জিদান।
আজকের বাজার/লুৎফর রহমান