টাইমস স্কয়ারের একটি বাণিজ্যিক ভবনের ডিজিটাল বিলবোর্ডে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। তবে এতে কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।
স্থানীয় সময় শনিবার দুপুরে একটি এলইডি বিলবোর্ড থেকে আগুনের সূত্রপাত হয়।
খবর পেয়ে দ্রুত দমকল কর্মীরা ঘটনাস্থলে এসে বিলবোর্ডের বিদ্যুৎ সংযোগ নেভানোর কাজ করেন।
অগ্নি নির্বাপক বিভাগ জানিয়েছে, আগুনে কেউ হতাহত হয়নি এবং ভবনটির কোনো ক্ষতি হয়নি।
প্রসঙ্গত, টাইমস স্কয়ার নিয়ইয়র্ক শহরের অন্যতম প্রধান বাণিজ্যিক এলাকা। একে ‘পৃথিবীর সড়ক সংযোগস্থল’ বলা হয়। এটি বিশ্বের অন্যতম ব্যস্ত পথচারী সংযোগস্থল এবং বিশ্ব বিনোদন শিল্পের অন্যতম প্রধান কেন্দ্র।