জেলার গোপালপুরে আজ বাস চাপায় মোটরসাইকেল আরোহী মা-ছেলে নিহত হয়েছেন। সকাল ৮টার দিকে উপজেলার ঝাওয়াইল এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন- গোপালপুর উপজেলার ঝাওয়াইল ইউনিয়নের মৃত কামরুজ্জামান তোতার স্ত্রী চায়না বেগম (৪৮) ও ছেলে শাকিব মিয়া (১৯)।
গোপালপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এমদাদুল ইসলাম তৈয়ব জানান, শনিবার সকালে শাকিব মিয়া তার মাকে নিয়ে মোটরসাইকেল যোগে গোপালপুর উপজেলা সদরে যাচ্ছিলেন। এ সময় তারা ঝাওয়াইল এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা দ্রুতগামী একটি বাসের সাথে মোটরসাইকেলটি ধাক্কা লাগে। এতে ঘটনাস্থলেই মা ও ছেলে নিহত হন। এ সময় বাসটি আটক করা হলেও চালক ও হেলপার পালিয়ে যায়। (বাসস)