টাঙ্গাইলের সখীপুর পৌরসভার গড়গোবিন্দপুর গ্রামে অচেতন অবস্থায় এক পরিবারের ৫ জনকে হাসপাতালে ভর্তি করেছেন প্রতিবেশিরা।
মঙ্গলবার (৫ জুন) ইফতারের পর একই গ্রামের আবদুল মজিদ তালুকদারের পরিবারে এ ঘটনা ঘটে। মঙ্গলবার রাতে তাদের হাসপাতালে তাদের ভর্তি করা হয়।
পৌরসভার কাউন্সিলর আসাদুজ্জামান মিল্টন বলেন, ইফতার খেয়ে আবদুল মজিদ তালুকদার, তার স্ত্রী হাছনা বেগম, পুত্রবধূ জেসমিন আক্তার, নাতনি অন্তরা ও নাতি জিহাদ হাসান আস্তে আস্তে অচেতন হয়ে পড়ে। পর অচেতন অবস্থায় তাদের হাসপাতালে ভর্তি করা হয়।
তিনি আরও জানান, কোনো অজ্ঞান পার্টির সদস্যরা খাবারে নেশাজাতীয় দ্রব্য মিশিয়ে অচেতন করে সর্বস্ব লুট করে নেয়ার পরিকল্পনায় এমন ঘটনা ঘটাতে পারে।
হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক রাজিয়া সুলতানা বলেন, সাধারণত নেশাজাতীয় দ্রব্য খাওয়ার পর এ ধরণের অবস্থার সৃষ্টি হয় রোগীদের। তাদের প্রয়োজনীয় চিকিৎসা দেয়া হচ্ছে।
আজকের বাজার/একেএ