টাঙ্গাইলে অজ্ঞাত ব্যক্তির মরদেহ উদ্ধার

tangail

টাঙ্গাইলের মির্জাপুরে অজ্ঞাত এক ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

শনিবার (১৯ মে) দিবাগত রাত ২টার দিকে মির্জাপুর-উয়ার্শী সড়কের পুষ্টকামুরী দক্ষিণপাড়া ব্রিজের কাছ থেকে মরদেহটি উদ্ধার করা হয়।

পুলিশ জানায়, টহলরত পুলিশ শনিবার রাতে মির্জাপুর-উয়ার্শী সড়কের পুষ্টকামুরী ব্রিজের কাছে রাস্তার পাশে এক ব্যক্তি অজ্ঞান অবস্থায় পড়ে থাকতে দেখে। এ সময় পুলিশ তার পাশ থেকে দা, চাকু উদ্ধার করে। পরে পুলিশ তাকে উদ্ধার করে কুমুদিনী হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

মির্জাপুর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এ কে এম মিজানুল হক বলেন, তার পরিচয় নিশ্চিত হওয়ার চেষ্টা চলছে।

মরদেহটি ময়নাতদন্তের জন্য টাঙ্গাইল জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হবে।

আজকের বাজার/একেএ