টাঙ্গাইলের নাগরপুর উপজেলার সহবতপুর ইউনিয়নের ভাটপাড়া গ্রামের জিয়াখালি সংলগ্ন জেলেপাড়ার এক পুকুর পাড় থেকে অজ্ঞাত এক যুবতির গলাকাটা মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
সোমবার (৬ আগস্ট) সকালে মরদেহটি উদ্ধার করা হয়।
এলাকা ও থানা সূত্রে জানা যায়, উপজেলার সহবতপুর ইউনিয়নের ভাটপাড়া গ্রামের জিয়াখালি সংলগ্ন জেলেপাড়ার এক পুকুর পাড়ে তার মৃতদেহ পড়ে ছিল। সোমবার সকালে লাশটি দেখে এলাকাবাসী থানা পুলিশকে সংবাদ দেয়।
নাগরপুর থানা পুলিশ অজ্ঞাত ওই যুবতির গলাকাটা লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য টাঙ্গাইল শেখ হাসিনা মেডিকেল কলেজ এন্ড হাসপাতাল মর্গে প্রেরণ করেছে। নিহত ওই যুবতির গলায় ধাঁরালো অস্ত্রের আঘাতের চিহ্ন রয়েছে। তার পরনে ছিল সাদা গোলাপি রংয়ের সালোয়ার কামিজ।
নাগরপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ মাইন উদ্দিন বিষয়টি নিশ্চিত করেছেন।
আজকের বাজার/একেএ