টাঙ্গাইলে অন্তঃসত্ত্বা মা ও মেয়েকে গলা কেটে হত্যা

tangail

টাঙ্গাইলে শনিবার রাতে বাড়িতে ঢুকে সাত মাসের অন্তঃসত্ত্বা নারী ও তার চার বছরের শিশু মেয়েকে গলা কেটে হত্যা করেছে দুর্বৃত্তরা।

টাঙ্গাইল পৌর শহরের ৯নং ওয়ার্ড ভালুককান্দী এলাকায় শনিবার দিবাগত রাত সাড়ে ১২টার দিকে এ ঘটনা ঘটে।

নিহতরা হলেন- ওই এলাকার আল আমিনের স্ত্রীর লাকী বেগম (২২) এবং তার মেয়ে আলিফা (৪)।

পরিবারের সদস্যরা জানায়, আল আমিন বাসার পাশেই আছাদ মার্কেটে ফোন ফ্লেক্সিলোডের কাজ করতেন। প্রতিদিনের মতো কাজ শেষে গভীর রাতে বাড়ি ফেরার পর তিনি প্রথমে বাড়ির গেটের সামনে তার মেয়ের রক্তাক্ত লাশ দেখতে পান। সামনে এগিয়ে দেখেন তার স্ত্রীরও লাশ পড়ে আছে। পরে তার চিৎকারে স্থানীয় লোকজন এগিয়ে এসে পুলিশকে খবর দেয়।

আল আমিন জানান, তার বাসায় কিছু টাকা লুট হয়েছে। রাতে ঘটনার সময় বাড়িতে একা পেয়ে তার স্ত্রী ও শিশু মেয়েকে কুপিয়ে ও জবাই করে হত্যা করেছে দূর্বৃত্তরা।

এ ব্যাপারে টাঙ্গাইল সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মীর মোশাররফ হোসেন জানান, লাশ দুটি ময়নাতদন্তের জন্য টাঙ্গাইল জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে। কেন, কি কারণে এই হত্যাকাণ্ডের ঘটনা ঘটেছে তা এখনও পরিষ্কার নয়। এ ঘটনায় এখনও কাউকে আটক করা যায়নি। এ বিষয়ে মামলা প্রক্রিয়াধীন রয়েছে।

আজকের বাজার/এমএইচ