টাঙ্গাইলে এক বৃদ্ধের অস্বাভাবিক মৃত্যু হয়েছে। বৃদ্ধের নাম নূরনবী সিদ্দিকী। শহরের নতুন বাসস্ট্যান্ড এলাকার পদ্মা আবাসিক হোটেল থেকে তার মরদেহ উদ্ধার করে পুলিশ। রোববার সকাল ১১টার দিকে মরদেহ টাঙ্গাইল জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়।
মৃত নুরনবী সিদ্দিকী গোপালপুর উপজেলার বিষ্ণপুর গ্রামের নুরুল নবী’র ছেলে বলে জানা গেছে।
টাঙ্গাইল সদর ফাঁড়ির ইনচার্জ মোশারফ হোসেন সাংবাদিকদের জানান, পুলিশ খবর পেয়ে ওই আবাসিক হোটেলে ফ্যানের সঙ্গে ঝুলন্ত অবস্থায় তার মরদেহ উদ্ধার করে।
তিনি আরো জানান, এ সময় মৃতের কাছ থেকে একটি চিরকুট উদ্ধার করা হয়। চিরকুটে লেখা ছিল, ‘আমার মৃত্যুর জন্য কেউ দায়ী নয়।’ এটি হত্যা না আত্মহত্যা তা ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর জানা যাবে।
আজকের বাজার/ আখনূর রহমান