টাঙ্গাইলে গৃহবধূর অর্ধগলিত মরদেহ উদ্ধার

tangail

টাঙ্গাইলের বাসাইল উপজেলার পাটখাগুরী বিল থেকে নিখোঁজের ৪ দিন পর এক গৃহবধূর অর্ধগলিত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

সোমবার (৯ জুলাই) দুপুরে ওই মরদেহ উদ্ধার করা হয়।

নিহতের নাম অনুল বেগম (৪৮)। নিহত অনুল বেগম ওই এলাকার মৃত জিল্লুর খানের স্ত্রী।

পুলিশ জানায়, গত বৃহস্পতিবার ৫ জুলাই রাত থেকে অনুল বেগম নিখোঁজ হন। এরপর বিভিন্ন জায়গায় খোঁজ করেও তাকে পাওয়া যাচ্ছিল না। এ ঘটনায় রোববার সকালে বাসাইল থানায় নিখোঁজের বিষয়টি জানানো হয়।

পরে সোমবার দুপুরের দিকে উপজেলার পাটখাগুরী বিলে অজ্ঞাত এক মহিলার মরদেহ দেখতে পেয়ে স্থানীয়রা থানায় খবর পাঠায়। পুলিশ গিয়ে ওই মরদেহটি উদ্ধার করে।

পরে গৃহবধূর পরিবারের লোকজন মরদেহ শনাক্ত করে।

বাসাইল থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনিচুর রহমান জানান, নিহতের অর্ধগলিত মরদেহ উদ্ধার করা হয়েছে। ধারণা করা হচ্ছে কেউ তাকে হত্যা করে বিলের মধ্যে মরদেহটি ফেলে রেখে গেছে।

তদন্ত সাপেক্ষে দোষীদের চিহ্নিত করে আইননানুগ ব্যবস্থা নেয়া হবে বলে জানান ওসি আনিচুর রহমান।

আজকের বাজার/একেএ