টাঙ্গাইলে করোনাকে জয় করে বাড়ি ফিরছেন এক চিকিৎসক। রোববার টাঙ্গাইল জেনারেল হাসপাতালের আইসোলেশন থেকে তাকে ছাড়পত্র দেয়া হয়। এ সময় হাসপাতালের কর্মকর্তা-কর্মচারীরা তাকে শুভেচ্ছা জানান।
টাঙ্গাইল জেনারেল হাসপাতালের আরএমও শফিকুল ইসলাম জানান, করোনাজয়ী মানসুর আবদুল্লাহ টাঙ্গাইল সদর উপজেলার ঘারিন্দা ইউপি স্বাস্থ্য কেন্দ্রের সহকারী সার্জন। ৩০ এপ্রিল করোনা শনাক্ত হওয়ার পর তাকে টাঙ্গাইল জেনারেল হাসপাতালে করোনা আইসোলেশন ওয়ার্ডে ভর্তি করা হয়। পর পর দুইবারের টেস্টে নেগেটিভ আসায় তাকে ছাড়পত্র দেওয়া হয়েছে। এ নিয়ে জেনারেল হাসপাতাল থেকে পাঁচজন করোনা রোগী সুস্থ হয়েছেন।
জেলা সিভিল সার্জন মো. ওয়াহীদুজ্জামান জানান, টাঙ্গাইলে ২৪ ঘণ্টায় তিনজন করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। এ নিয়ে জেলায় আক্রান্ত বেড়ে ৫০ জন হলো। তাদের মধ্যে সাতজন টাঙ্গাইল জেনারেল হাসপাতালে করোনা আইসোলেশন ওয়ার্ডে চিকিৎসাধীন।
সূত্র - ডেইলি বাংলাদেশ