টাঙ্গাইলের মির্জাপুর উপজেলার বাওয়ার কুমারজানি গ্রামে বিপুল পরিমাণ চোলাই মদ ও মদ তৈরির সরঞ্জামসহ এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে পুলিশ।
বৃহস্পতিবার (১২ জুলাই) ভোরে ওই গ্রামের সামাদ মিয়ার বাড়িতে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃতের নাম আব্দুস সামাদ(৫৫)।
মির্জাপুর থানার পুলিশর অফিসার এএসআই মো. সালাউদ্দিন জানান, দীর্ঘদিন ধরে বাওয়ার কুমারজানি উত্তরপাড়া গ্রামের আব্দুস সামাদ মিয়ার বাড়িতে চোলাই মদ তৈরি হয়ে আসছে বলে আমরা খবর পায়। বৃহস্পতিবার ভোরে অভিযান চালিয়ে চোলাই মদ তৈরি কারখানার সন্ধান পাওয়া যায়।
এ সময় ঘটনার সঙ্গে জড়িত আব্দুস সামাদকে গ্রেফতার করা হয়। বাড়ির বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে প্রায় দেড়শ লিটার চোলাই মদ ও মদ তৈরির বিভিন্ন সরঞ্জাম উদ্ধার করা হয়।
আজকের বাজার/একেএ