টাঙ্গাইলের মির্জাপুরে জেলা প্রশাসনের সার্বিক সহযোগিতায় নারী শিক্ষার মান উন্নয়নে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের সুবিধাবঞ্চিত ছাত্রীদের মাঝে বিনামুল্যে বাইসাইকেল বিতরণ করা হয়েছে।
মির্জাপুর উপজেলা পরিষদ মিলনায়তনে মঙ্গলবার (১০ জুলাই) এসব বাইসাইকেল বিতরণ করা হয়।
এ উপলক্ষে উপজেলা পরিষদ মিলনায়তনে এক আরোচনা সভার আয়োজন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ঢাকা বিভাগীয় অতিরিক্ত কমিশনার কে এম তারিকুল ইসলাম।
এ সময় আরও বক্তব্য রাখেন স্থানীয় সরকার (বিডিএলসি) টাঙ্গাইল জেলার উপ-পরিচালক শরিফ নজরুল ইসলাম ও মির্জাপুর উপজেলা নির্বাহী অফিসার ইসরাত সাদমীন।
পরে অনুষ্ঠানের অতিথিগণ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের ছাত্রীদের হাতে বিনামূল্যে একটি করে বাইসাইকেল তুলে দেন।
আজকের বাজার/একেএ