জেলার ঘাটাইলে মোটরসাইকেল আরোহী দুই স্কুলছাত্র ট্রাকচাপায় নিহত হয়েছেন। এ ঘটনায় একজন আহত হয়েছে।
সোমবার রাত সাড়ে ৯টার দিকে টাঙ্গাইল-ময়মনসিংহ মহাসড়কের বানিয়াপাড়া নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন- ঘাটাইল পৌরসভা এলাকার চান্দশী গ্রামের আব্দুস ছামাদের ছেলে সাবিক হাসান (১৮) ও ঘাটাইল উত্তরপাড়ার মুক্তার আলীর ছেলে সুমন মিয়া (১৮)। মোটরসাইকেলে থাকা সিয়াম (১৮) নামে আরও এক স্কুলছাত্র গুরুত্বর আহত হয়েছেন।
ঘাটাইল থানার (ওসি) আজহারুল ইসলাম সরকার জানায়, সাবিক হাসানসহ তিন বন্ধু মোটরসাইকেল নিয়ে বেড়াতে যায়। বেড়ানো শেষ করে ঘাটাইলে আসার পথে টাঙ্গাইল-ময়মনসিংহ মহাসড়কের বানিয়াপাড়া নামক স্থানে পৌছায়। এ সময় বিপরীত দিক থেকে আসা একটি গরু বোঝাই ট্রাকের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই তিন মোটরসাইকেল আরোহীর মধ্যে সাবিক হাসান ও সুমন মিয়া মারা যান।
সিয়ামকে গুরুতর অবস্থায় টাঙ্গাইল জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে। আহত ও নিহতরা সবাই ঘাটাইল সরকারি গণ উচ্চ বিদ্যালয়ের দশম শ্রেণির ছাত্র। দুই স্কুলছাত্রের অকাল মৃত্যুর সংবাদ ছড়িয়ে পড়লে বহু লোকজন ঘাটাইল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে হাসপাতালে ভিড় জমায়। নিহত দুই স্কুলছাত্র পিতা-মাতার একমাত্র সন্তান বলে জানা গেছে।